লঙ্কা প্রিমিয়ার লিগের চূড়ান্ত সূচি প্রকাশ

ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট
চূড়ান্ত হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের সূচি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে সময়সূচি। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
তিন শহরের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম ও ডাম্বুলার রনগিরি ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে খেলা।
এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদানওয়েলা বলেন, ‘আমরা নভেম্বর-ডিসেম্বরে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ে এলপিএল আয়োজনের মূল উদ্দেশ্য হলো ২০২৬ এর আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করা। এলপিএল খেললে তারা প্রস্তুতির সুযোগটা পাবে।’
ছয় দল নিয়ে চলবে টুর্নামেন্ট। এলপিএলের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস।