আবার নিষিদ্ধ মেসির দেহরক্ষী

লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মূলত ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাসের মধ্যকার ম্যাচের পর একটি ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে লিগস কাপ কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞার ফলে ইয়াসিন এখন থেকে আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না।
গত বুধবার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি এবং ক্লাব অ্যাটলাসের ম্যাচ শেষে ইয়াসিন চুকো দুই দলের খেলোয়াড়দের কথোপকথনের মাঝে ঢুকে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাটলাসের এক খেলোয়াড় সংবাদ সম্মেলনে অভিযোগ জানান। তার অভিযোগের ভিত্তিতেই লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটি এই নিষেধাজ্ঞা জারি করেছে। খবর ইএসপিএনের।
কমিটির বিবৃতিতে বলা হয়েছে, '৩০ জুলাই ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাস ম্যাচের পর অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় ঢুকে অনুপযুক্ত আচরণ করেছেন মায়ামির এক প্রতিনিধি। লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের নীতিমালা অনুসারে, ডিসিপ্লিনারি কমিটি তাকে চলতি বছর প্রতিযোগিতার বাকি অংশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ওই সময়ে তিনি আর টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ করতে পারবেন না এবং ইন্টার মায়ামির ওপর অপ্রকাশ্য জরিমানা আরোপ করা হয়েছে।' ইএসপিএন সূত্র নিশ্চিত করেছে, এই ব্যক্তি আর কেউ নন, মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো।
এর আগে ইয়াসিনকে মেজর লিগ সকার (এমএলএস) এবং কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও একই কারণে নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই নিষেধাজ্ঞার পরেও ইয়াসিন ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে পারবেন। ৩৫ বছর বয়সী ইয়াসিন একজন সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট এবং মার্কিন নৌবাহিনীর সদস্য। বাবার সূত্রে তিনি আমেরিকান হলেও তার মা ফরাসি।