চমক দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করল বাংলাদেশ

কদিন আগেই জাতীয় নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। এবার সেই মিশনে নামছে অনূর্ধ্ব- ২০ নারী ফুটবল দল। আগামী ৬ আগস্ট থেকে লাওসে বসবে এএফসি অনূর্ধ্ব- ২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ের আসর। সেই বাছাইয়ের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সংবাদ সম্মেলনে ২২ সদস্যের দল ঘোষণা করেন অনূর্ধ্ব-২০ দলের কোচ পিটার বাটলার। বাটলারের মতো এই দলেরও নেতৃত্ব দিবেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
অনূর্ধ্ব- ২০ দল হলেও বয়স কম থাকায় আফঈদা ছাড়াও এই দলে খেলবেন জাতীয় দলের আরও তিন ফুটবলার। ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তার। যেটা বাংলাদেশকে অভিজ্ঞতার বিচারে বেশ খানিকটা এগিয়ে রাখবে।
বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ দল
আফঈদা খন্দকার (অধিনায়ক), মিলি আক্তার, ফেরদৌসি আক্তার সোনালী, স্বর্ণা রানী মন্ডল, রুমা আক্তার, কানম আক্তার, জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, ঐশি খাতুন, অয়ন্ত বালা মাহাতো, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার জুতি, বন্যা খাতুন, নবীরণ খাতুন, শান্তি মারডি, রুপা আক্তার, মুনকি আক্তার, স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা, উমেহ্লা মারমা, পূজা দাস ও তৃষ্ণা রানী।