নতুন মৌসুমে পুরোনো ছন্দেই ফিরলেন রোনালদো

বয়সের বাধাটা যেন হার মানছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে। ৪০ বছর বয়সে এসেও গোল করেই যাচ্ছেন এই পর্তুগিজ তারকা। পেশাদার ফুটবলে গোলের খিদেটা কখনো কমে না তার। গতকাল (৩০ জুলাই) রাতে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ অ্যারেনায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসের। ম্যাচে রোনালদোর পা থেকেও এসেছে একটি গোল।
অস্ট্রিয়ার আন্টার্সবার্গ অ্যারেনায় গ্রীষ্মকালীন প্রাক-মৌসুম সফরের প্রস্তুতি হিসেবে এই ম্যাচে মাঠে নামে আল নাসের। সৌদি প্রো লিগের ক্লাবটি প্রথমেই পিছিয়ে পড়ে। ম্যাচের ২৫তম মিনিটে গোল করে ফরাসি ক্লাবকে এগিয়ে দেন তুলুজের ইয়ান গবো ।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি আল নাসেরকে। ম্যাচের ৩৩ মিনিটে আল নাসেরকে সমতায় ফেরান সমতা ফেরান রোনালদো। মাঠের ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই গোল করেন রোনালদো। ম্যাচে আরো একবার গোলের দেখা পেতেন রোনালদো। কিন্তু সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে সুযোগটি নষ্ট হয়। দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে আল নাসেরের জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মারান।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘(ভালো করার) খিদে কখনো কমে না। এখনো অনেক কাজ বাকি। আমরা কেবল শুরু করলাম।’
গত মৌসুমে আল নাসেরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। মৌসুমের শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তিনি ২ বছরের নতুন চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী রোনালদো আল নাসেরে থাকবেন ২০২৬-২৭ পর্যন্ত। নতুন চুক্তি সইয়ের পর তার প্রথম ম্যাচে মাঠে নেমেই গোলের দেখা পেলেন রোনালদো।
প্রাক–মৌসুম আল নাসেরের পরবর্তী ম্যাচ স্পানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে। আগামী ১৯ আগস্ট তারা শুরু করবে নতুন মৌসুম। প্রথম ম্যাচে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে রোনালদোরা।