চলছে নারী এশিয়ান কাপের ড্র

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ এর ড্র অনুষ্ঠান চলছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনির টাউন হলে আজ মঙ্গলবার (২৯ জুলাই) শুরু হয়েছে নারীদের এশিয়ায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ড্র। ইতিহাস গড়ে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হতে চলেছে। তবে হতাশার বিষয়, ড্রয়ের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রতিনিধি অংশ নিচ্ছে না।
এর আগে সিডনির আইকনিক অপেরা হাউজের সামনে ট্রফিসহ অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠিত হয়। তবে সেখানে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার ছিলেন না। বাংলাদেশ থেকে অন্য কোনো খেলোয়াড়কেও সেখানে পাঠানো হয়নি।
এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ। ড্রয়ের জন্য অংশগ্রহণকারী ১২ টি দলকে ৪টি পটে রাখা হয়েছে। বাংলাদেশ রয়েছে ৮ নম্বর পটে।
১ নম্বর পটে রয়েছে অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭), উত্তর কোরিয়া ( ৯)। ২ নম্বর পটে চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), ভিয়েতনাম (৩৭)। ৩ নম্বর পটে ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)। ৪ নম্বর পটে ইরান (৬৮), ভারত (৭০), বাংলাদেশ (১২৮)।
চূড়ান্ত ড্রয়ের মাধ্যমে অংশগ্রহণকারী ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বের শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।