অভিষেকেই ওয়েনের চমকে অস্ট্রেলিয়ার সহজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সহজ জয় দিয়েই সিরিজ শুরু করেছে অসিরা। অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন এবং ম্যাচসেরা হয়েছেন মিচেল ওয়েন।
জ্যামাইকার সাবিনা পার্কে আজ সোমবার (২১ জুলাই) টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অসিরা।
ঘরের মাঠে শুরুটা ভালোই করেছিল ক্যারিবিয়ানরা। দলীয় ৩২ রানে ব্র্যান্ডন কিং ফিরে গেলেও, দ্বিতীয় উইকেটে রোস্টন চেসকে সঙ্গে নিয়ে ৫৫ বলে ৯১ রানের জুটি গড়েন অধিনায়ক শাই হোপ। চেস ৩২ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ৬০ রান করে বেন ডোয়ার্শিসের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন।
এরপর শিমরন হেটমায়ারকে সাথে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে দলকে সংগ্রহের পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হোপ। কিন্তু ক্যারিবীয় অধিনায়ক ৪ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে ফিরে গেলে সংগ্রহটা এরপর আর সেভাবে বড় হয়নি।
১৯তম ওভারে অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন ডোয়ার্শিস। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে রাদারফোর্ড ও রাসেলকে আউট করলেও পঞ্চম বলটি ডট যায়। পঞ্চম বল ডট হলেও ষষ্ঠ বলে হোল্ডারকে আউট করেন এই অসি পেসার।
শেষদিকে হেটমায়ারের ১৯ বলে ৩২ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অসি পেসার ডোয়ার্শিস ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের গতি ঠিক রাখলেও ৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর ক্যামেরুন গ্রিন ও মিচেল ওয়েনের ৪০ বলে ৮০ রানের জুটিতে সহজ জয়ের পথেই এগিয়ে যেতে থাকে অসিরা।
গ্রিন ২ চার ও ৫ ছক্কায় ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন এবং ওয়েন ৬ ছক্কায় ২৭ বলে করেন ৫০ রান। ১৬.৩ ওভারে ১৭৫ রানে ওয়েন আউট হন। এরপর খুব সহজেই ৭ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলে ফেলে অসিরা।
এই জয়ে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।