পাওয়ারলিফটিংয়ে জাহিদের স্বর্ণজয়

জাপানে অনুষ্ঠিত এশিয়ান-আফ্রিকান-প্যাসিফিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের জাহিদ মুস্তাকিম। গতকাল (১০ জুলাই) ৫৩ কেজি সাব-জুনিয়র ওজন শ্রেণিতে স্কোয়াট বিভাগে ১৫৭ কেজি স্কোর নিয়ে এশিয়ান রেকর্ড গড়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। ৫৯ কেজি ওজন শ্রেণিতে আরেক প্রতিযোগী ফাহিম ফায়াজ জিতেছেন রৌপ্য।
স্কোয়াট বিভাগে রেকর্ড গড়ে স্বর্ণ জেতার পাশাপাশি বেঞ্চ প্রেস, ডেডলিফট ও তার ওজন শ্রেণিতে ওভারঅল স্বর্ণপদকসহ মোট চারটি স্বর্ণপদক জিতেছেন জাহিদ। জাহিদ মোস্তাকিম সর্বমোট ৪৩২ কেজি ওজন তোলেন।
অন্যদিকে, ফাহিম ফায়াজ আহমেদ মার্ক ৫৯ কেজি জুনিয়র ক্যাটাগরিতে তৃতীয়স্থান অর্জন করেন। স্কোয়াটে সিলভারের পাশাপাশি ডেডলিফট ও ওভারঅলে ব্রোন্জ মেডেল জিতেছেন তিনি। মোট ৫২০ কেজি ওজন তোলেন তিনি।

আন্তর্জাতিক পাওয়ারলিফটিং ফেডারেশনের আওতায় আয়োজিত তিন মহাদেশের সম্মিলিত প্রতিযোগিতায় এ বছর ২০টি দেশের মোট ৭৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। বাংলাদেশ পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আসরে অংশ নিচ্ছেন ৪ জন প্রতিযোগীসহ আরও ৪ জন কর্মকর্তা, রেফারি ও কোচ।