বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টেয়েন্টি
ইমনের ব্যাটে ছুটছে বাংলাদেশ

ইনিংসের দ্বিতীয় বলেই চামিকা করুনারত্নকে চার মেরে নিজের ইন্টেন্ট জানান দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। পুরো পাওয়ার-প্লেতেই সেটা ধরে বজায় রাখলেন তিনি। তানজিদ হাসান তামিম কিছুটা মন্থর ব্যাটিং করলেও আক্রমণাত্নক ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন ইমন। এতে বেশ ভালো অবস্থানে থেকেই পাওয়ার-প্লে শেষ করেছে বাংলাদেশ। প্রথম ৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে আছেন ইমন ১৬ বলে ৩৫ ও লিটন দাস ৩ বলে ২ রান করে।
ইমন আর তামিম মিলে শুরুটা ভালোই করেছিলেন। এই দুজনের ওপেনিং জুটি থেকে এসেছিল ৩০ বলে ৪৬ রান। তবে, পঞ্চম ওভারে এসে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তামিম। নুয়ান থুসারর বলে মহেশ থিকসানাকে ক্যাচ দেওয়ার আগে করেন ১৭ বলে ১৬ রান।
ইমন-তামিমের জুটিতে মিশন শুর করল বাংলাদেশ
সর্বশেষ পাকিস্তান সিরিজের একাদশ থেকে পরিবর্তন এসেছে তিনটি। লম্বা সময় পরে একাদশে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তবে, জুটিতে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটিতেই আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। তাদের জুটিতেই ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করল বাংলাদেশ।
যে একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ
দীর্ঘ ১৩ মাস পর টি-টোয়েন্টি দলে ডাক পান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সিরিজের প্রথম ম্যাচে তার ওপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। পাল্লেকেলের উইকেট ব্যাটিং সহায়ক, তবে পেসাররা এখানে সুবিধা পায়। তিন পেসার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। পেস অ্যাটাকে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ানডে সিরিজের একদিন পরই টি-টোয়েন্টি সিরিজের মিশনে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।