প্রথম টি-টোয়েন্টির টিকিট সোল্ড আউট

ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানরা এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে, টাইগাররাও চাইছে এই সিরিজ দিয়ে ফিরে আসত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাল্লেকেলেতে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে দর্শকদের মাঝেও উত্তেজনা বিরাজ করছে, প্রথম টি-টোয়েন্টির সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
পাল্লাকেলেতে রান বেশি হওয়াই এই মাঠে ক্রিকেট উপভোগ্য হয়ে ওঠে, যেকারণে ইতোমধ্য টিকিট বিক্রিও শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছে, ‘প্রথম টি২০ ম্যাচের টিকিট শেষ। আজ সন্ধ্যা ৭টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি২০ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই দর্শকদের অনুরোধ করা হচ্ছে—আজকের ম্যাচের জন্য টিকিট সংগ্রহের উদ্দেশ্যে কেউ যেন টিকিট কাউন্টারে না আসেন, কারণ আর কোনো টিকিট বিক্রি হবে না। যাদের কাছে টিকিট আছে, তারা বিকেল ৫টা থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।’
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি। স্বল্প সময়েই খেলা শেষ হয় বলে দর্শকদের আগ্রহটাও বেশি থাকে এই সংস্করণকে কেন্দ্র করে। টি-টোয়েন্টিতে এর আগে ১৭ বারের দেখায় বাংলাদেশ ৬টি ম্যাচে জয় পেয়েছে ও ১১টিতে হেরেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ঘরের মাঠে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। লঙ্কানদের থেকে বাংলাদেশের সফলতার হার বেশি এখানে। শ্রীলঙ্কায় টাইগাররা তিনটি ম্যাচে জয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যে সাতবার ২০০র বেশি রান করেছে তার মধ্যে দুটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। আজও খেলা হচ্ছে রান বেশি হয় এমন একটি মাঠেই। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর বাংলাদেশের অধিনায়ক এই ফরম্যাটে নিজেদের সেরাটা দেওয়ার কথাই বলেছেন।
গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। এটি আলাদা সংস্করণ। সবাই জানে এই সংস্করণে কীভাবে খেলতে হয়, আমরাও সেটাই চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব, তবে সহজ হবে না। তারা তাদের ঘরের মাঠে বেশ ভালো। আমরা চেষ্টা করব আমাদের শতভাগ দিয়ে খেলার। বাকিটা দেখা যাক।’