ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতিহাস লেখার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ কিন্তু দুই সংস্করণেই সিরিজ হেরেছে টাইগাররা। ওয়ানডে সিরিজের একদিন পরই টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে মাঠে নামছে লিটন দাসের দল। আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
চলতি বছরেই লিটন দাসকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বিসিবি। কিন্তু নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে এখনো সফল হতে পারেনি লিটনের দল। গত মে মাসে আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এর পরের সপ্তাহেই পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক লিটনের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটেতো অনেকদিন ধরেই খেলছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে ক’দিন আগে। তো আমার আশা আমরা টিম হিসেবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারব।’
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার মাত্র একদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে সাদা বলে খেললেও ফরম্যাট বদলের কারণে মানিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন থাকছেই। বিশেষ করে ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সেই প্রশ্ন আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠছে।
সংক্ষিপ্ত এই ফরম্যাটের দুই দলের পরিসংখ্যান বাংলাদেশের জন্য ভাবনার কারণ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৭ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের জয় ৬ ম্যাচে। আর হেরেছে বাকি ১১ ম্যাচে।
তবে আশার কথা হলো এই ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বেশকিছু সুখের স্মৃতি আছে টাইগারদের। এখন পর্যন্ত মাত্র সাতবার টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশর বেশী রান করতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ফরম্যাটে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫/৫ রানের ইনিংসটি খেলেছিল ২০১৮ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষেই।
বাংলাদেশের জন্য অনুপ্রেরণার জয়গা হতে পারে লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখায় জয়টা ধরা দিয়েছিল বাংলাদেশের কাছে।
টি-টোয়েন্টি সিরিজে শক্তির জায়গা হলো শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে বাংলাদেশ। পেস ইউনিটকে নেতৃত্ব দিবেন চোট থেকে ফেরা তাসকিন আহমদে। গত ২/৩ বছরে বল হাতে আশার আলো হয়ে উঠেছেন তিনি। লম্বা সময় পরে দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন এবং ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
তবে, বাংলাদেশকে জয়ের জন্য ব্যাটারদের দায়িত্ব নেওয়া ছাড়া বিকল্প নেই। অনেকদিন ধরেই বোলাররা ভালো করছেন। কিন্তু ব্যাটাররা হতাশ করে চলেছেন। সেই জায়গা থেকে যদি লিটন-হৃদয়রা রানে ফিরতে পারেন, দায়িত্ব নিতে পারেন, তাহলে লড়াই জমিয়ে তুলতে পারবে বাংলাদেশ।