টি-টোয়েন্টি সিরিজের আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজে আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টির মিশন বাংলাদেশের সামনে। তার আগে শ্রীলঙ্কার সর্বনাশে পৌষ মাস হলো বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা।
আজ বুধবার (৯ জুলাই) শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে, চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটে পেয়েছেন ২৭ বছর বয়সী এই বোলার।
সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন হাসারাঙ্গা। তিন ম্যাচে নিয়েছিলেন মোট ৯ উইকেট। বিশেষ করে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন তিনি। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন তিনি।
তবে, হাসারাঙ্গার পরিবর্তে কাকে দলে ডাকা হচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। অবশ্য তার বদলি কাউকে ডাকা নাও হতে পারে। কারণ, দিন দুয়েক আগে চারিথ আসালঙ্কাকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
প্রসঙ্গত, আগামীকাল ১০ জুলাই পাল্লেকেলেতে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় আর ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহেশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুষারা, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাতিরানা, ঈশান মালিঙ্গা।