একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

কলম্বোয় প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হারের পর দ্বিতীয় ম্যাচে ১৬ রানের দুর্দান্ত জয়ে সিরিজে ফিরে বাংলাদেশ। লক্ষ্য এখন সিরিজ জয়। অলিখিত ফাইনালে রূপ নেওয়া তৃতীয় ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে শুরুতে বোলিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ম্যাচে এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা।
পাল্লেকেলের উইকেট পেস বোলিং সহায়ক। বাংলাদেশ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। চোট থেকে ফিরে কলম্বোর স্পিন সহায়ক উইকেটে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তাসকিন। দ্বিতীয় ওয়ানডেতে তার পরিবর্তে হাসান মাহমুদকে নামানো হলে তিনি উইকেটশূন্য থাকেন।
নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে শঙ্কা কেটে গেছে, একাদশে রয়েছেন এই ব্যাটার। পাল্লেকেলেতে সর্বশেষ ওয়ানডেতে তিনি ৮৯ রানের ইনংস খেলেন। সিরিজ জয়ের ম্যাচে যা হতে পারে দলের জন্য অনুপ্রেরণা।
পাল্লেকেলের উইকেট প্রথম ইনিংসে গড় স্কোর ২৪২। এখানে সময়েরে সঙ্গে সঙ্গে উইকেটও ব্যাটিং সহায়ক হয়ে উঠতে থাকে। যে কারণে এই মাঠে লক্ষ্য তাড়া করতে নামা দলগুলোর সফলতার হার বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য পরিস্থিতি এখন সুবিধাজনক।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।