লিটন কি একাদশে ফিরবেন আজ?

ওয়ানডে ক্রিকেটে লিটন কুমার দাসের সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। চলমান শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও ৫০ ওভারের ক্রিকেটে দলে জায়গা পেয়েছেন। তবে অভিজ্ঞ ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়ে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি।
প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (৮ জুলাই) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে ৪ বলে শূন্য রান করে ফিরেছেন লিটন। এরপর দ্বিতীয় ওয়ানডেতে তিনি একাদশে জায়গা পাননি। পাল্লাকেলেতে তৃতীয় ওয়ানডেতেও এখন তার জায়গা পাওয়াটা মোটামুটি অনিশিচতই বলা যায়।
দ্বিতীয় ওয়ানডেতে লিটনের বদলি হিসেবে একাদশে জায়গা পেয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন শামীম হোসেন। ব্যাট হাতে ২৩ বলে ২২ রান করার পাশাপাশি ৯ ওভার বল করে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। কলম্বোতে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে ফিরিয়েছেন তিনিই।
গত ১০ ম্যাচে লিটন তার ইনিংসে তার রান ৭১। ইনিংসকে দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন মাত্র দুইবার, তাও সেই দুটি ইনিংস ৮ ম্যাচ আগে। সবশেষ ৮ ম্যাচের মধ্যে ৪ ম্যাচেই ফিরেছেন শূন্য রানে, বাকি চারটি ইনিংস মিলিয়ে ১৩ রান। যদিও একটি ইনিংসে ১ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ ম্যাচটি তাই এখন অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।