নারী ফুটবল দল পাচ্ছে ৫০ লাখ টাকা পুরস্কার

মিয়ানমারের ইয়াঙ্গুনা স্টেডিয়ামে নতুন এক ইতিহাস রচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষের শক্তি, মাঠ কিংবা র্যাঙ্কিং; কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের সামনে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা দলগুলোকে হারিয়ে প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এবার সেটার পুরস্কার পেতে যাচ্ছেন তারা।
আজ সোমবার (৭ জুলাই) নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
এর আগে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে গতকাল বাংলাদেশে পা রাখে নারী ফুটবল দল। এরপর রাত ২টা ৩০ মিনিটের দিকে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে তাদের সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মিয়ানমারে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করে মূলপর্বে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে মূলপর্বে খেলার সুযোগটি উদযাপন করেন ঋতুপর্না-আফঈদারা।