বাংলাদেশকে বিশ্বমঞ্চে বহুদূর নেওয়ার স্বপ্ন আফঈদার

এমন মুহূর্ত বাংলাদেশের নারী ফুটবলে খুব বেশি আসেনি। আসবে কী করে, এর আগে এশিয়ান কাপে কখনও খেলা হয়নি তাদের। অসাধ্য সাধন করে বাংলার নারীরা এখন এশিয়ান কাপের মঞ্চে। দক্ষিণ এশিয়ায় আগে থেকেই সেরা বাংলাদেশের চোখ এখন গোটা এশিয়ায় নিজেদের ঝাণ্ডা ওড়ানোর দিকে।
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এমন গৌবর অর্জন করে আজ সোমবার (৭ জুলাই) দেশে ফেরেন নারীরা। আফঈদা-ঋতুপর্ণাদের মাঝরাতেই সংবর্ধনা দেওয়ার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এই সংবর্ধনার ব্যবস্থা করা হয়। সেখানে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার।
এমন সাফল্য একদিনে আসেনি জানিয়ে আফিদার চাওয়া, বিশ্বমঞ্চে বাংলাদেশকে অনেকদূর নিয়ে যাওয়া।
আফঈদা বলেন, ‘আমাদের এই সাফল্য একদিনে আসেনি। খুবই ভালো লাগছে। এই মুহূর্তটা কখনও ভোলার মতো না। সবাই দোয়া করবেন, আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া না, এশিয়া না, আমরা যেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও অনেকদূর নিয়ে যেতে পারি।’