দেশে ফেরার আগে ঋতুপর্ণাদের প্যাগোডা পরিদর্শন

মিয়ানমার থেকে সুখস্মৃতি নিয়ে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। তারা এখন বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ এশিয়ান কাপের মূলপর্বে। বিকেলে দেশের উদ্দেশে রওনা হচ্ছেন ঋতুপর্ণা-মনিকারা। এর আগে তেমন ব্যস্ততা ছিল না তাদের। নারী ফুটবল দল এই সময়টা কাটিয়েছে ইয়াঙ্গুনে প্যাগোডা পরিদর্শন করে, এরপর তারা বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায় অভ্যর্থনাও গ্রহণ করেন।
নারী ফুটবল দলে বেশ কয়েকজন ফুটবলার বৌদ্ধ ধর্মাবলম্বীর, তারা প্যাগোডায় গিয়ে প্রার্থনা করেন। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি হওয়ায় সেখানে প্রাচীন প্যাগোডা রয়েছে, যেগুলো ভ্রমনপিপাসুদের নজর কাড়ে। বাংলাদেশ দলও আজ দেশে ফেরার আগে প্যাগোডা ভ্রমনে বের হয়। ঋতুপর্ণা চাকমা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেখানকার ছবিও প্রকাশ করেছেন।
গতকাল খেলা শেষে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসন তার বাসাভবনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান নারী ফুটবল দলকে। প্যাগোডা ভ্রমন শেষে তারা রাষ্ট্রদূতের বাসায় আতিথেয়তা গ্রহণ করেন।
২০২৬ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১ এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। ইয়াঙ্গুনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে এসে ঋতুপর্ণা-মনিকাদের সমর্থন জুগিয়েছেন।