ঋতুপর্ণা-মনিকাদের সংবর্ধনা আজ রাতে

বাংলাদেশ নারী ফুটবল দল এক অভাবনীয় সাফল্য নিয়ে দেশে ফিরছে। প্রথমবারের মতো তারা এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে অংশগ্রহণ করবে। ইতিহাস গড়ে দেশে ফেরা মেয়েদের আজ সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে ঋতুপর্ণা-মনিকাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ‘সেলিব্রেট্রিং সাকসেস’ শিরোনামে এই সংবর্ধনার আয়োজন শুরু হবে আজ রোববার (৬ জুলাই) দিনগত রাত আড়াইটায়।
২০২৬ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১ এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। মূল পর্বে জায়গা করে নিয়ে নারী ফুটবল দল আজ দেশের উদ্দেশে মিয়ানমার ছাড়বেন সন্ধ্যা ৭টায়। সেখান থেকে তারা থাইল্যান্ড পৌঁছাবেন রাত ৯টায়। থাইল্যান্ডে কিছুক্ষণ যাত্রাবিরতির পর তারা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাত দেড়টায় তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় নারী দল যাবে হাতিরঝিল এম্ফিথিয়েটারে। সেখানে তাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রশ্ন থাকতেই পারে যে ইতিহাস গড়ে দেশে ফেরা এই দলকে এত রাতে কেন সংবর্ধনা দেওয়া হচ্ছে?
সংবর্ধনায় সবাইকে একসাথে পেতেই মূলত রাত আড়াইটায় এই আয়োজন করছে বাফুফে। ঢাকায় পা রাখার কয়েকঘণ্টা পরই আবার ভুটান লিগ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশের দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। এর দুদিন পরই আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশ্যে যাত্রা করবেন। যেকারণে আজই পুরো দলকে একসাথে নিয়ে এই আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।
বাংলাদেশ নারী ফুটবল দল সাফ জিতে দক্ষিণ এশিয়ার সেরা হয়ে আসার পর তাদের বড় অঙ্কের অর্থ প্রদানের কথা থাকলেও সেই প্রতিশ্রুতি এখনো পূরণ করা হয়নি। এশিয়া কাপের মূলপর্বে জায়গা নিশ্চিত হওয়ার পর এখনো কোন পুরস্কার ঘোষণা করেনি বাফুফে।
এর আগে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজনেও দেখা যায় বিশৃঙ্খলা। এবার হাতিরঝিলে যে সংবর্ধনার পরিকল্পনা করা হয়েছে সেখানে কারা উপস্থিত থাকবেন বা ভক্ত সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ আছে কি না এই বিষয়গুলো এখনো জানানো হয়নি বাফুফের পক্ষ থেকে। তবে ইতিহাস গড়ে ফিরে আসা নারীদের সংবর্ধনার আয়োজনটা যথাযথভাবেই হোক বাফুফের কাছে এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।