এশিয়ান কাপে যেভাবে কোয়ালিফাই করল বাংলাদেশ

দিনের আরেক ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে মঞ্চটা তৈরি করে রেখেছিল বাংলাদেশের নারীরা। এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলা অনেকটা সময়ের ব্যাপারই ছিল। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে ড্র করলে সেটি নিশ্চিত হত। তবে বাংলাদেশকে অতো বেশি অপেক্ষা করতে হয়নি। তার আগেই নিশ্চিত হয়ে গেছে নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলা।
আজ বুধবার (২ জুলাই) ‘সি’ গ্রুপের দিনের প্রথম খেলায় স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল কোচ পিটার বাটলারের দল। দিনের আরেক ম্যাচে বাহরাইন আর তুর্কমেনিস্তান ড্র করায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের এশিয়ান কাপে খেলা।
‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিল
‘সি’ গ্রুপে ২ ম্যাচ শেষে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলাদেশ। সমান ১ জয় আর ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিয়ানমার। ১ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থস্থানে বাহরাইন আর তুর্কমেনিস্তান। বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের সঙ্গে আর মিয়ানমার খেলবে বাহরাইনের সঙ্গে।
বাংলাদেশ যেভাবে কোয়ালিফাই করল
প্রশ্ন উঠতে পারে এক ম্যাচ বাকি থাকতেও বাংলাদেশ কোয়ালিফাই করল কীভাবে? যেখানে পরের ম্যাচে বাংলাদেশ হারলে ও মিয়ানমার জিতলে পয়েন্ট হবে সমান এবং গোল ব্যবধানে এগিয়ে থাকবে মিয়ানমার।
সেই প্রশ্নের উত্তর একটু সহজ করে মেলানো যাক চলুন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, যদি দুই দলের পয়েন্ট সমান হয় তাহলে মুখোমুখি লড়াইয়ে জয়ী দল কোয়ালিফাই করবে। গোল ব্যবধান দেখা হবে পরের ধাপে গিয়ে। এখানেই মূলত এগিয়ে বাংলাদেশ।
প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে ৮-০ গোলে হারের পরে বাহরাইনের সঙ্গে ড্র করেছে তুর্কমেনিস্তান। তাদের পয়েন্ট এখন ১। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এখন শেষ ম্যাচে যদি বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে হেরেও যায় তাহলে তাদের পয়েন্ট হবে ৪। আর বাংলাদেশের পয়েন্ট থাকবে ৬ পয়েন্ট।
ফলে বাংলাদেশের মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় মিয়ানমার। শেষ ম্যাচে তারা বাহরাইনকে হারাতে পারলে মিয়ানমারের পয়েন্টও হবে বাংলাদেশের সমান ৬। বরং গোল ব্যবধানে কিছুটা এগিয়েও থাকতে পারে তারা। কিন্তু সমান ৬ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় মিয়ানমার কোয়ালিফাই করতে পারছে না টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী।
এটাই মূলত বাংলাদেশের অপেক্ষা কমিয়ে এনেছে। এবং শেষ ম্যাচের আগেই ইতিহাস রচনা করেছে।