বিপিএল আয়োজনের সময় জানাল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা বাজতে শুরু করেছে এখন থেকেই। তবে বিপিএলের সূচি নিয়ে বরাবরই এক ধরনের ধোঁয়াশা থেকে যায়। ক্ষণে ক্ষণেই পরিবর্তন হয় এই সূচি। তবে, এবার আর সেরকমটা হচ্ছে না। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড মিটিং শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, নির্ধারিত সময়েই আয়োজন হবে বিপিএল। সে অনুযায়ী, আগামী ডিসেম্বরেই মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর।
বিসিবির এই তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে বিপিএল শুরু হয়ে শেষ হবে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে। নতুন করে বিপিএলের গভর্নিং কাউন্সিলে থাকবেন বাইরের সদস্যরাও।
সবশেষ আসরের মধ্য দিয়ে দলগুলোর সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিবিরি। এরপর অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, এবার নতুন করে ছয় বছরের জন্য আবারও দলগুলোর সঙ্গে চুক্তি করবে বোর্ড। তবে, ছয় বছর সেই চুক্তির মেয়াদ হচ্ছে পাঁচ বছরের।
অবশ্য বিপিএলের মাস ছয়েক বাকি থাকলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি এবারের আসরে। কোন কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে সেটাও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। তবে, গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটালস আগের মালিকানায়ই থাকছে।
আজ নতুন করে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নেওয়ার জন্য আবেদন করেছে শায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান।