ভিনিসিয়াসের গোলে বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের জয়সূচক গোলটি এসেছে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। এই জয়েই দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো সেলেসাওরা। একইসাথে ব্রাজিলের ডাগআউটে দাঁড়িয়ে কার্লো আনচেলত্তির প্রথম জয়ের দেখা পেয়ে গেলেন।
বুধবার (১১ জুন) সকালে সাও পাওলোতে ম্যাচের প্রথমার্ধে ৪৪তম মিনিটে ম্যাথিউস কুনহার বাড়ানো বল থেকে গোল করে ব্রজিলকে এগিয়ে নেন ভিনি। এরপর দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। ঘরের মাঠে পুরো ম্যাচজুড়েই ছিল ব্রাজিলের দাপট। ৭৩ শতাংশ বল দখলে রেখে শট নেয় ১১টি, যার মধ্যে চারটি ছিল অন টার্গেটে।
ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির অধীনে নতুন মিশনে নেমেছে ব্রাজিল। তবে তার শুরুর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। ম্যাচটি ছিল ইকুয়েডরের মাঠে। এবার ঘরের মাঠে ব্রাজিলের ডাগআউটে অভিষেক হল আনচেলত্তির। আর এই ম্যাচে তার সদ্য সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের শিষ্য ভিনির গোলেই প্যারাগুয়েকে হারালো ব্রাজিল।
কনমেবল অঞ্চল থেকে ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে এই ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচে জয় তুলে নিয়ে নিয়ে বিশ্বকাপের টিকিট পেল ব্রজিল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে এখন ব্রাজিল এবং সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে অংশ নিবে টেবিলের প্রথম ৬টি দল এবং সপ্তম দলকে বিশ্বকাপে যেতে হলে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলতে হবে।