মৌসুমের প্রথম ডার্বিতেই বড় হার রিয়ালের

লিগে আগের ছয় ম্যাচেই জিতেছিল রিয়াল মাদ্রিদ। দুঃসময় পেরিয়ে সুখের ছোঁয়া পেতে বসেছিল মাদ্রিদ সমর্থকরা। কিন্তু অপ্রতিরোধ্য সেই পথচলা আর বেশিদূর আগাতে পারল না। মৌসুমের প্রথম ডার্বিতেই হেরে বসল জাবি আলোন্সোর দল। আতলেতিকোর কাছে হেরে মৌসুমের প্রথম হার দেখল লস ব্লাঙ্কোরা।আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) লা লিগের ম্যাচে আতলেতিকোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। ঘরের মাঠ মেত্রোপলিতানোয় ৫-২ গোলে জিতেছে দিয়েগো...