বেলের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির পর মাঠে নেমেই ঝলসে উঠলেন গ্যারেথ বেল। লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে করলেন জোড়া গোল। রিয়াল মাদ্রিদও পেয়েছে ৩-০ গোলের সহজ জয়। ধরে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
প্রথমার্ধেই দুটি গোল রিয়ালের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন বেল। ৩৮ মিনিটের মাথায় ইসকোর পাস থেকে বল পেয়ে করেছিলেন প্রথম গোলটি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগমুহূর্তে বেল করেছেন নিজের ও ম্যাচের দ্বিতীয় গোল। এবার তাঁকে বল জুগিয়েছিলেন আলভারো মোরাতা। দ্বিতীয়ার্ধে, ৭৬ মিনিটে মোরাতা নিজেই করেছেন আরেকটি গোল। টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল করেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
নিচের সারির দল লেগানেসের বিপক্ষে সহজ এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে রিয়াল। ১১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়া।
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার দিবাগত রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও সেভিয়া। এই ম্যাচটি জিততে পারলে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারবে বার্সা। অন্যদিকে সেভিয়া জিতে গেলে চলে যাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। বার্সেলোনাকে নেমে যেতে হবে তৃতীয় স্থানে।