সুয়ারেজের চোখে শিরোপা-স্বপ্ন

সময়টা একদমই ভালো যাচ্ছিল না বার্সেলোনার। টানা তিন ম্যাচ হেরে সমর্থকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল কাতালান পরাশক্তিরা। তবে বিশাল এক জয় দিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। যাঁর সৌজন্যে বার্সার রাজসিক প্রত্যাবর্তন, সেই লুইস সুয়ারেজের মুখে এখন শিরোপা ছাড়া আর কোনো কথা নেই। উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারের দৃঢ় বিশ্বাস, বাকি চার ম্যাচ জিতে ট্রফি নিজেদের ঘরেই রেখে দেবে বার্সা।
বুধবার রাতে সুয়ারেজের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনার মাঠে নিজে চার গোল করে থেমে থাকেননি, মেসি-নেইমার-রাকিতিচকে দিয়ে তিন গোল করিয়ে দলকে বিশাল জয় এনে দেওয়ার কৃতিত্ব সুয়ারেজেরই। ৮-০ গোলের জয়ের পর এই মেজাজি স্ট্রাইকারের উপলব্ধি, ‘জয়টা ভীষণ দরকার ছিল আমাদের। অনেক ম্যাচের যন্ত্রণা পেছনে থাকায় আমরা কিছুটা হতোদ্যম হয়ে পড়েছিলাম। আমরাও তো মানুষ, পরাজয় আমাদেরও কষ্ট দেয়।’
তবে সব কষ্ট-যন্ত্রণা পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। হাতে আছে চারটি ম্যাচ। বাকি চার প্রতিপক্ষ স্পোর্তিং গিহন, রিয়াল বেতিস, এসপানিওল ও গ্রানাদা তেমন বড় দল নয়।
সুয়ারেজের বিশ্বাস, এ চার ম্যাচ জিতে ২৪তম লিগ শিরোপার আনন্দে মেতে উঠবে ন্যু ক্যাম্পই, ‘এটা (শিরোপা) এখন আমাদের হাতে। আমরা যদি বাকি সব ম্যাচ জিতে যাই, তাহলে কেউ আমাদের বিব্রত করতে পারবে না। আসল কথা হলো, আমাদের হোঁচট খাওয়া চলবে না। আমরা লিগের শীর্ষে আছি আর আমাদের দৃঢ়বিশ্বাস যে আমরাই শিরোপা জিতব। শিরোপা ছাড়া অন্য কিছুর কথা চিন্তাও করছি না আমরা।’
লা লিগার ৩৪ রাউন্ড শেষে বার্সা ও আতলেতিকো মাদ্রিদ দুই দলেরই পয়েন্ট ৭৯। রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৮ পয়েন্ট। বার্সা ও আতলেতিকো সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে শিরোপা যাবে মেসি-নেইমার-সুয়ারেজদের ঘরে।