বার্সেলোনার বিদায়ে খুশি দেল বস্ক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। লা লিগার শিরোপা জয়ের কাজটাও বেশ কঠিন করে তুলেছে বার্সেলোনা। সব মিলিয়ে বেশ দুরবস্থার মধ্যেই আছে কাতালানরা। এ নিয়ে আফসোস-আক্ষেপের অন্ত নেই বার্সা সমর্থকদের। ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবের ব্যর্থতায় কিন্তু খুশিই হয়েছেন ভিসেন্তে দেল বস্ক। ইউরো কাপের প্রস্তুতির জন্য বার্সার বেশ কয়েকজন খেলোয়াড়কে যে আগেভাগেই পেয়ে যাচ্ছেন স্পেনের কোচ।
টানা তৃতীয়বারের মতো ইউরো কাপ শিরোপা জয়ের মিশনে অংশ নেবেন বার্সেলোনার বেশ কয়েকজন ফুটবলার। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্যন্ত যেতে পারলে তাদের ব্যস্ত থাকতে হতো ২৮ মে পর্যন্ত। কিন্তু এখন জেরার্ড পিকে, জরডি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস ও সার্জি রবার্তো অনেক আগে থেকেই শুরু করতে পারবেন ইউরো কাপের প্রস্তুতি। আর এ জন্য বেশ খুশিই হয়েছেন স্পেনের কোচ দেল বস্ক, ‘এই খেলোয়াড়রা ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় খেলছে। তারা (চ্যাম্পিয়নস লিগের) ফাইনাল পর্যন্ত খেলে আমাদের কোনো ক্ষতি হতো না। কিন্তু এখন তারা চলে আসতে পারবে অনেক তাড়াতাড়ি। আর আমরা প্রস্তুতির জন্য অনেক বেশি সময় পাব। এটা আমাদের জন্য কিছুটা ভালোই হয়েছে।’
বার্সেলোনার ফুটবলারদের তাড়াতাড়ি পেয়ে গেলেও স্পেন দলের আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে অবশ্য সহসাই পাচ্ছেন না দেল বস্ক। চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াই নিয়ে ব্যস্ত থাকতে হবে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ খেলোয়াড়দের। চারটি দলই চলে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। আতলেতিকো মাদ্রিদ থেকে স্পেনের হয়ে খেলবেন হুয়ানফ্রান ও কোকে। রিয়াল মাদ্রিদ থেকে আসবেন সার্জিও রামোস, ইসকো ও নাচো ফার্নান্দেজ। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতেও আছেন স্পেনের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়—ডেভিড সিলভা ও জেসাস নাভাস। বায়ার্ন মিউনিখে আছেন তিনজন—জাভি মার্টিনেজ, হুয়ান বের্নাট ও থিয়াগো আলকান্তারা।
ইউরোপিয়ান ফুটবলে স্প্যানিশ ক্লাবগুলোর আধিপত্যে গর্বও করতে পারেন দেল বস্ক। চ্যাম্পিয়নস লিগের শেষ চারে খেলবে দুটি স্প্যানিশ ক্লাব, দুই নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ। ইউরোপা লিগের শেষ চারেও জায়গা করে নিয়েছে দুটি স্প্যানিশ ক্লাব—সেভিয়া ও ভিলারিয়াল।
২০০৮ ও ২০১২ সালে টানা দুটি শিরোপা জিতেই নতুন একটি রেকর্ড গড়েছিল স্পেন। ইউরোপের প্রথম দল হিসেবে জিতেছিল টানা দুটি শিরোপা। এবারের আসরে শিরোপা জিততে পারলে নিজেদের আরো উঁচুতে নিয়ে যেতে পারবে ‘লা রোজা’রা। গড়তে পারবে সবচেয়ে বেশি চারটি ইউরো কাপ জয়ের অনন্য রেকর্ড। এখন সবচেয়ে বেশি তিনটি শিরোপা জয়ের রেকর্ডটি স্পেনকে ভাগাভাগি করে নিতে হচ্ছে জার্মানির সঙ্গে।