‘যাব, খেলব এই তো, ভয়টয় পাই না’

তাঁর ধারালো কাটারে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানও ভয়ে তটস্থ থাকেন। প্রতিপক্ষ দলগুলোও মাঠে নামার আগে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলাদা করে পরিকল্পনা নেয়। বাংলাদেশের বোলিংয়ের নতুন এই সেনসেশন ভারতের ঘরোয়া লিগে খেলতে যাওয়ার আগে ভয় পাবেন, তা কী করে হয়!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়ে যাচ্ছেন মুস্তাফিজ। প্রথমবার এই আসরে খেলতে যাচ্ছেন, তা-ও আবার একা; কিন্তু তাতে মোটেও ভয় পাচ্ছেন না এই তরুণ পেসার।
আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুস্তাফিজ বলেন, ‘এই প্রথম কোনো আসরে খেলতে একা যাচ্ছি, তা হয়তো কিছুটা খারাপ লাগছে। তবে মোটেও ভীতি নেই আমার মধ্যে। ওসব ভয়টয় আমি পাই না। যাব, খেলব এই তো।’
আইপিএলে খেলতে যাচ্ছেন বলে কিছুটা রোমাঞ্চিত এই বাঁহাতি পেসার, ‘আইপিএলের মতো একটা বড় আসরে খেলতে যাচ্ছি, অবশ্যই তা ভালো লাগছে। তবে আমার লক্ষ্য পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা। আর চেষ্টা থাকবে নিজের সেরাটা উপহার দেওয়ার।’
মুস্তাফিজ খেলবেন সাইনরাইজার্স হায়দরাবাদের হয়ে। নিলামে এক কোটি ৪০ লাখ রুপিতে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসারকে দলভুক্ত করেছে দলটি। অবশ্য মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি।
৯ এপ্রিল শুরু হবে এবারের আইপিএল। মুস্তাফিজের দল হায়দরাবাদ প্রথম মাঠে নামবে ১২ এপ্রিল, প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু।
এ আসরে খেলতে সাকিব আল হাসানও আজ বিকেল ঢাকা ছেড়ে যাচ্ছেন। তবে দুজন দুই দলের হয়ে খেলবেন।