আসরের শীর্ষে তামিম ও সাকিব

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে জ্বলজ্বল করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল ও সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান।
র্যাংকিংয়ে নিচের দিকে থাকায় বাংলাদেশকে অংশ নিতে হয় বাছাইপর্বে। বাছাইপর্বের তিনটি ম্যাচের দুটি খেলতে পেরেছে বাংলাদেশ। অন্য ম্যাচটি ধুয়ে গেছে বৃষ্টিতে। মূল পর্ব শুরু হয়েছে গতকাল মঙ্গলবার।
আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যায়, এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তামিমের। তামিম একটি শতকসহ করেছেন ২৫৭ রান। তামিমের পরের স্থানে আছে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। তিনি করেছেন ১৪২। এরপরেই আছেন বাংলাদেশের সাব্বির রহমান।
এদিকে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে আছে সাকিব আল হাসানের নাম। সাকিব পেয়েছেন ছয় উইকেট। অবশ্য ছয় উইকেট পেয়ে সাকিবের সঙ্গে শীর্ষে আছেন নেদারল্যান্ডসের পল ভ্যান ম্যাকেরন, আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবী।