উইকেটে থাকবে অল্প ঘাস!

‘দুটি দলই চাচ্ছে, উইকেটে ঘাস থাকুক ।’ বললেন সুজন মুখোপাধ্যায়। আজ যে ইডেন গার্ডেনসের পিচে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, সেটি তৈরি করেছেন তিনি।
মাশরাফি-আফ্রিদিদের জন্য আজ প্রস্তুত রাখা হয়েছে ইডেনের মাঠের একেবারে বামদিকের উইকেটটি। এতে আছে অল্প ঘাস।
সুজন মুখোপাধ্যায়ের মতে, বিশ্বকাপের জন্য তৈরি করা ইডেন পিচকে চিরাচরিত স্লো বলা যাবে না। সাথে জানিয়ে রাখলেন, এখানে প্রায় সব প্রস্তুতি ম্যাচেই ভালো রান উঠেছে।
সুজন বলেন, ‘পিচ দেখে ওয়াকার ইউনিস, হাথুরুসিংহে দুজনই খুব খুশি।’