জুয়া খেলে নিষিদ্ধ নারী ক্রিকেটার

ক্রিকেট নিয়ে জুয়া খেলা অনেক দেশেই বৈধ। অস্ট্রেলিয়া তেমনই এক দেশ। কিন্তু তাই বলে একজন ক্রিকেটার জুয়া খেলবেন! ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। ক্রিকেট নিয়ে জুয়া খেলার অপরাধে পাইপা ক্লিয়ারিকে ছয় মাসের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে তারা।
পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের নারী ক্রিকেট দলের সদস্য ক্লিয়ারি এই ছয় মাস আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো ধরনের ক্রিকেটেই খেলতে পারবেন না। অংশ নিতে পারবেন না ক্রিকেট-সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান কিংবা ইভেন্টে।
শাস্তিটা বেশ কঠিন হলেও জুয়ার অঙ্কটা তেমন বড় নয়। গত নভেম্বরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ‘ঐতিহাসিক’ দিবারাত্রির টেস্ট নিয়ে সাড়ে ১৫ অস্ট্রেলীয় ডলার জুয়া খেলেছিলেন ক্লিয়ারি। মানে প্রায় ৮৭০ বাংলাদেশি টাকা। তবে টাকার অঙ্ক যেমনই হোক, একজন ক্রিকেটারের জুয়া খেলা বরদাশত করতে পারেনি সিএ। ছয় মাসের পাশাপাশি ১৮ মাসের স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে ক্লিয়ারিকে।
এক বিবৃতিতে অস্ট্রেলীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘সিএ ক্লিয়ারির ওপরে ২৪ মাসের জন্য অযোগ্যতা আরোপ করেছে। তবে এর মধ্যে ১৮ মাস স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি। শর্ত অনুযায়ী, দুর্নীতিবিরোধী নিয়মের আওতায় আর কোনো অপরাধ করতে পারবেন না তিনি। ভবিষ্যতে সিএ আয়োজিত দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমেও তাঁকে অংশ নিতে হবে।’
অনেকেরই মনে হতে পারে, এত সামান্য অঙ্কের জুয়া খেলার জন্য এমন কঠিন শাস্তি কেন? তাদের উদ্দেশে সিএর ইন্টেগ্রিটি ইউনিটপ্রধান ইয়ান রয়ের বক্তব্য, ‘সাড়ে ১৫ ডলারের জুয়ার অঙ্ক হয়তো ছোট। তবে এটা কোনো ব্যাপার নয়। ক্রিকেটে কোনো খেলোয়াড়ের জুয়ায় অংশ নেওয়া আমরা কিছুতেই মেনে নেব না। আমরা খেলাটার শুদ্ধতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’