ক্রিকইনফোর বর্ষসেরা দলে সাকিব-মুস্তাফিজ

এবি ডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, ব্রেন্ডন ম্যাককালামের মতো তারকা ক্রিকেটারদের সতীর্থ হিসেবে মাঠে নামছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান! ব্যাপারটা কল্পনা করলেই শিহরিত হওয়ার কথা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর গড়া দলটি সত্যি সত্যি মাঠে নামলে এমন দৃশ্যই দেখা যাবে। ২০১৫ সালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন সাকিব ও মুস্তাফিজ।
সদ্য বিদায়ী বছরটা ছিল বাংলাদেশের দুর্দান্তে সাফল্যে উজ্জ্বল। মুস্তাফিজের মতো প্রতিভাবান বাঁহাতি পেসারের আগমন বাংলাদেশের ক্রিকেটকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়। কয়েক দিন আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন ২০ বছর বয়সী মুস্তাফিজ। এবার জায়গা পেলেন ক্রিকইনফোর দলেও।
জীবনের প্রথম দুই ম্যাচেই পাঁচ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছেন মুস্তাফিজ। তাঁর আগে এই কীর্তি গড়তে পেরেছেন শুধু নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। অভিষেক সিরিজেই দুর্দান্ত বোলিং করে ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করে দিয়েছিলেন মুস্তাফিজ। বাংলাদেশও প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিল ভারতের বিপক্ষে। ২০১৫ সালে মাত্র নয় ম্যাচ খেলে ২৬ উইকেট নেওয়া মুস্তাফিজকে দলে রাখতে তাই দ্বিধা করেনি ক্রিকইনফো।
২০১৫ সালে বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্যের পেছনে সাকিবেরও বিশাল অবদান। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছিলেন ৫৫ রান। ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের অর্ধশতকের ইনিংস সিরিজ জয়ের পথে এগিয়ে দিয়েছিল মাশরাফির দলকে। গত বছর ১৬টি ম্যাচ খেলে ৪২.১০ গড়ে সাকিব করেছেন ৪২১ রান, আর বাঁহাতি স্পিনে নিয়েছেন ২৪টি উইকেট। নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করে ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচ উইকেটও নিয়েছেন সাকিব।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দল
ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, ইমরান তাহির ও ট্রেন্ট বোল্ট।
ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট দল
ডেভিড ওয়ার্নার, অ্যালেস্টার কুক, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট ব্রড, জশ হেজেলউড ও ইয়াসির শাহ।