‘রিয়াল মাদ্রিদেই থাকবেন রোনালদো’

ইউরোপসেরা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে উদযাপন করার আগেই মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ হয়ে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছেড়ে যাওয়ার ইঙ্গিত। দলের সেরা তারকার এমন ইঙ্গিতে দলটির মুষড়ে পড়াটাই স্বাভাবিক। তবে এবার সমর্থকদের আশ্বস্ত করলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান নিজেই। তিনি জানালেন, রোনালদো কোথাও যাচ্ছেন না, স্প্যানিশ ক্লাবটিতেই থাকছেন।
গত শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জাঁকজমকপূর্ণ কিয়েভের আলোয় পর্তুগিজ তারকা রোনালদো ছিলেন একেবারে নিষ্প্রভ। চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের ৩০ গোলের মধ্যে ৩৩ বছর বয়সী এই তারকা নিজের ঝুলিই পূর্ণ করেছেন ১৫ গোলের মাধ্যমে। অথচ ফাইনালের মঞ্চে তাঁকে এক প্রকার মাঠে খুঁজেই পাওয়া গেল না। ম্যাচ শেষে সাক্ষাৎকারেও দিলেন দল ছাড়ার ইঙ্গিত।
পর্তুগিজ তারকা বলেন, ‘রিয়াল মাদ্রিদে থাকা অনেক সুখের। তবে কিছুদিনের মধ্যেই আমি আমার ভক্তদের কিছু ব্যাপারে জবাব দেবো, যারা সব সময় আমার পাশে থেকেছেন। একজন খেলোয়াড়ের ভবিষ্যৎ এখন গুরুত্বপূর্ণ নয়। সময়টা এখন উদযাপনের। এখন আমি বিশ্রাম নেব এবং দেশের জন্য প্রস্তুত হব। দেখা যাক, পরবর্তী সময়ে কী হয়। আমি বর্তমান সময়টা উপভোগ করছি।’
রোনালদোর এমন কথায় দলে তাঁর ভবিষ্যৎ প্রসঙ্গে দলের কোচ জিদান বলেন, ‘আমি সব সময়ই বলি, রোনালদো অবশ্যই মাদ্রিদের সঙ্গে থাকবে। তাঁকে দলের সঙ্গে থাকতেই হবে। তবে বিষয়টিতে আমাদের হস্তক্ষেপ করতে হবে। আমি বিশ্বাস করি, সে একজন সেরা খেলোয়াড় এবং দলে তাঁর অবদান অসামান্য।’
৪৫ বছর বয়সী এই ফ্রেঞ্চ কোচ আরো বলেন, ‘আমরা পুরো দলই একটা পরিবার এবং দলের কোনো কিছুই পরিবর্তন হবে না। আমি আমার সাধ্যের সবটুকু করি এবং দলের যাতে ভালো হয় সব সময় সেই চেষ্টাই করি।’