দুই পজিশনে লড়ছে আর্জেন্টিনার চার খেলোয়াড়!

রাশিয়া বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। সব দলের মত আর্জেন্টিনা দলও প্রস্তুত হচ্ছে বিশ্বসেরার আসরে মাঠে নামার জন্য। এখনও ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা না হলেও দুই পজিশনের লড়ছেন মোট চার ফুটবলার।
চলতি মে মাসের ১৪ তারিখে কোচ জর্জ সাম্পাওলি ঘোষণা করবেন তাঁর ৩৫ সদস্যের দল। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন রদ্রিগো বাতাগলিয়া, আলেহান্দ্রো গোমেজ, ক্রিশ্চিয়ান আনসালদি ও ফ্যাব্রিসিও বুসতোসকে নিয়ে। দলের দুই পজিশনের জন্য বাছাই চলবে এই চারজনের মধ্যে।
আক্রমণভাগে মিডফিল্ডার বাতাগলিয়া ও উইঙ্গার গোমেজ আর রক্ষণভাগে লড়ছেন দুই রাইট ব্যাক আনসালদি ও বুসতোস। আর্জেন্টাইন একটি টিভি চ্যানেলের সূত্রমতে অবশ্য বাতাগলিয়া, গোমেজের সঙ্গে আনসালদির রয়েছে ৩৫ সদস্যের দলে ঢুকে যাওয়ার সুযোগ। তবে বুসতোসকে নাও দেখা যেতে পারে দলে।
গোমেজ আর বুসতোস অবশ্য আগেও খেলেছেন সাম্পাওলির অধীনে। তবে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং ক্লাব পর্তুগালের মাঝমাঠ মাতানো বাতাগলিয়া এখনও ডাক পাননি জাতীয় দলে। কদিন আগেই ডিফেন্ডার মার্কোস আকুনার চোটে দলে ডাক পেয়েছিলেন আনসালদি তবে মাঠে নামতে পারেননি।