রংপুরের বিপক্ষে ঢাকার সংগ্রহ ১৩৭ রান

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ঢাকা ডায়নামাইটসের। দলীয় মাত্র ৫ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে তারা। সে ধারাবাহিকতা ছিল পুরো ইনিংসেই। রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের সংগ্রহটাও তাই খুব একটা বড় হয়নি। নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে তারা।
ঢাকার এই ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক সাকিব আল হাসানের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাত নম্বরে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৪৭ রানের একটি ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ মেহেদী মারুফের, ২৩ বলে ৩৩ রান করেন। আর অন্যরা ছিলেন আসা-যাওয়ায়।
মাশরাফির অনুপস্থিতে রংপুরের বোলিং লাইন ছিল দুর্দান্ত। রুবেল হোসেন ও এবাদত হোসেন দুটি করে উইকেট নেন। আর একটি করে উইকেট পান আবদুর রাজ্জাক ও নাহিদুল ইসলাম।
অবশ্য ঢাকা ও রংপুর দুই দলেই শেষ চারে খেলা নিশ্চিত করেছে। আজকের ম্যাচটি দুই দলের জন্য যত মর্যাদার, তার চেয়ে বেশি পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান সুসংহত করার।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ঢাকা দ্বিতীয় এবং এক ম্যাচ কম খেলে রংপুর চতুর্থ স্থানে রয়েছে।