শেষে এসে অবশেষে স্বরূপে ফিরল চিটাগং

এমন নয় যে, এবারের বিপিএলের ব্যাটিং খারাপ করেছে চিটাগং কিংস। প্রায় প্রতি ম্যাচেই ভালো রান সংগ্রহ করেছে দলটি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি চিটাগং ভাইকিংসের দখলে। টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক দলটির অধিনায়ক লুক রঞ্চি। সর্বোচ্চ উইকেট শিকারির সেরা পাঁচে রয়েছেন তাসকিন আহমেদ। তারপরও ১১ ম্যাচে জয় মাত্র দুটি ম্যাচে। পুরো ম্যাচে দলীয় সমন্বয়টা ঠিক ছিল না ভাইকিংসদের। তবে শেষ ম্যাচে আবার ব্যাটিং নৈপুণ্যে ভাস্বর দলটি। রাজশাহী কিংসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে দুই উইকেটে ১৯৪ রান তুলেছে লুক রঞ্চির দল।
টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু হয়েছিল ভাইকিংসদের। লুক রঞ্চি ও লুস রিস মিলে যোগ করেন ৬৯ রান। ৩০ বলে ৪২ রান করে আউট হন রঞ্চি। এবারের আসরে মোট ৩২১ রান করলেন এই ব্যাটসম্যান। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ৩৩৭ রান করে প্রথম নামটি রংপুর রাইডার্সের রবি বোপারার।
সতীর্থরা রান পেলেও বাজে পারফরম্যান্স অব্যাহত রাখলেন সৌম্য সরকার। আজ ১৬ বলে মাত্র ১৭ রান করেন তিনি। এরপর বাকি সময়টুকু লু্সি রিস ও সিকান্দার রাজার। ৫৫ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন লুইস রিস। অন্যপ্রান্তে ২০ বলে ৪২ রান করেন সিকান্দার রাজা। শেষ পর্যন্ত ২ উইকেটে ১৯৪ রান করে চিটাগং ভাইকিংস। রাজশাহীর দুটি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
টুর্নামেন্টের নিরীখে এই ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না। এরই মধ্যেই বিপিএলের এবারের আসরে সেরা চার দল নির্ধারণ হয়ে গেছে। যার অর্থ হচ্ছে এরই মধ্যে সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস বাদ পড়ে গেছে হিসাব-নিকাশের খাতা থেকে। প্রভাব ফেলবে না, তাই আনুষ্ঠানিকতার কারণেই খেলতে হবে দল তিনটিকে।