‘৯০-৯৫ রান দেখতে কেউ মাঠে আসে না’

২১ নভেম্বর বিপিএলের দ্বিতীয় পর্বের শেষ ম্যাচ হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর পেরিয়ে গেছে প্রায় ১০ দিন। এখন চলছে শেষ পর্বের খেলা। তবে এত সময় পেয়েও ভালো উইকেট তৈরি করতে পারেননি কিউরেটররা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৯৭ রানেই অলআউট হয় রংপুর রাইডার্স। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে কুমিল্লাকে। ম্যাচ শেষে তাই কিউরেটরকে একহাত নিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। উইকেট নিয়ে নাখোশ রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
বিপিএলের শেষ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটা ৪ উইকেটে জিতে নেয় তামিম ইকবালের দল। তবে ম্যাচ জিতেও খুশি নন তামিম। মিরপুরের উইকেটকে জঘন্য বলেছেন এই ক্রিকেটার।
খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘৯৭ রান তাড়া করে আমাদের শেষ ওভার পর্যন্ত খেলতে হলো। এমন জঘন্য উইকেটে খেলা মুশকিল। হারলেও এই কথাটাই বলতাম আমি। দর্শক টাকা খরচ করে ৯০-৯৫ রানের ম্যাচ দেখতে আসে না। টি-টোয়েন্টিতে একটা মাঠের গড় রান মাত্র ১৪৮! এখানে কীভাবে ভালো কিছু আশা করা যায়।’
তামিমের অভিযোগ, ইচ্ছে করেই আউটফিল্ড খারাপ বানিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ‘একটা সুন্দর আউটফিল্ডকে ইচ্ছে করে খারাপ বানিয়ে দেওয়া হয়েছে। আগে আউটফিল্ড খুব ফাস্ট ছিল, দেখতেও সুন্দর লাগত। এখন মাঠটাকে দেখতে খুব খারাপ লাগে।’
উইকেট নিয়ে অস্বস্তির কথা জানালেন মাশরাফিও। তিনি বলেন, ‘চট্টগ্রামে ভালো উইকেটে খেলে আসার আসার পর এমন উইকেটে খেলাটা কষ্টকর। আমরা জানি, এখানে টস হারলে বোলিং টিম সুবিধা পায়। কিন্তু এত সুবিধা পাবে যে গুড লেন্থের বলও মাথার ওপর দিয়ে চলে যাবে! স্পিনে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে যেমন হয়েছিল, সাদা বলেও তেমন হবে, এটা আসলে খুবই কঠিন। আমার কাছে মনে হয় উইকেট নিয়ে গুরুত্ব দিয়ে ভাবা উচিত।’
পরের ম্যাচে প্রথমে ব্যাটিং করে রান পেয়েছে ঢাকা ডায়নামাইটস। তবে ২০৫ রান তাড়া করতে নেমে ১০৬ রানেই অলআউট হয়েছে। ঢাকার এত বেশি রানের জন্য অবশ্য রাজশাহীর ফিল্ডাররাও দায়ী। চার-পাঁচটি ক্যাচ মিস করেছেন মুমিনুল-সামিত প্যাটেলরা। এই ম্যাচেও মোহাম্মদ সামির গুড লেন্থে পড়া বল জো ডেনলি-নারাইনদের মাথার ওপর দিয়ে গেছে। সাকিব আল হাসানের বল বুঝতেই পারছিলেন না রাজশাহীর ব্যাটসম্যানরা।