রংপুরকে ১৭৪ রানের লক্ষ্য দিল সিলেট

ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে সিলেট সিক্সার্স। দ্রুত তিন উইকেট হারানো দলটি বাবর আজম ও সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে তুলেছে ১৭৩ রান। জয়ের জন্য মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সকে করতে হবে ১৭৪ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতেছিলেন মাশরাফি। নাসির হোসেনের সিলেট সিক্সার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তিনি।
ব্যাটিং করতে নেমে সিলেটের শুরুটা ভালো হয়নি। ৩০ রানের মধ্যে নাসির হোসেন ও নুরুল হাসানকে হারায় দলটি। ওপেনার আন্দ্রে ফ্লেচার রানের চাকা সচল রাখার চেষ্টা করেছিলেন। দলীয় ৫৩ রানে তাঁকেও ফেরান নাজমুল ইসলাম অপু। আগের দুটি উইকেটও নিয়েছিলেন এই বোলার।
তিন উইকেট হারানো সিলেট বাবর আজম ও সাব্বির রহমানের ব্যাটে ঘুরে দাঁড়ায়। এই দুজন যোগ করেন ৭৪ রান। দলীয় ১২৭ রানে রান আউট হয়ে ফিরে আসেন বাবর আজম। ৩৭ বলে ৫৪ রান করেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। দলীয় ১৫০ রানে মাশরাফির বলে বোল্ড হন সাব্বির। ৩৭ বলে ৪৪ রান করেন এই টাইগার ক্রিকেটার।
শেষ পর্যন্ত রস হুইটলি ও টিম ব্রেসনানের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিলেট। ১১ বলে ১৭ রান করেন হুইটলি অন্যপ্রান্তে মাত্র ৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ব্রেসনান।
বিপিএলের এবারের আসরের পয়েন্ট তালিকায় রংপুর ও সিলেটের অবস্থান প্রায় কাছাকাছি। রংপুর রাইডার্স চতুর্থ স্থানে আছে আট পয়েন্ট নিয়ে। আর এক পয়েন্ট কম নিয়ে সিলেট সিক্সার্স আছে তাদেরই পরে। তাই দুই দলের কাছে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, তারাই এগিয়ে যাবে।