বিশ্বকাপ পণ্ড ও মেসির রক্ত ঝরাতে চায় আইএস!

জেলখানার ওপারে দাঁড়িয়ে মেসি। সামনে গারদ। তাঁর চোখে অসহায়ত্ব। চোখ দিয়ে রক্ত পড়ছে। সম্প্রতি এমনই একটি ছবি প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামী স্টেট (আইএস)। রাশিয়া বিশ্বকাপে তাঁর চোখ থেকে এভাবেই রক্তক্ষরণ করতে চায় সন্ত্রাসী সংগঠনটি। এ ছাড়া রাশিয়া বিশ্বকাপ পণ্ডেরও হুমকি দিয়ে রেখেছে আইএস। স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ওয়াশিংটনভিত্তিক জঙ্গি পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন পোস্টারসহ কয়েকটি ছবি প্রকাশ করেছে। মেসির রক্তমাখা ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘আমরা একটি জাতি হিসেবে লড়াই করছি। ব্যর্থতা যাদের অভিধানে নেই।’রাশিয়া বিশ্বকাপ বানচালের হুমকি দিয়ে বেশ কয়েকটি ছবি প্রকাশ করছে সন্ত্রাসী সংগঠনটি। দেখা যাচ্ছে, বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। তার হাতে ভারী অস্ত্র। পাশে রাখা টাইমবোমা। একটি ব্যাগে হয়তো আরো কিছু বিস্ফোরক। স্টেডিয়ামের দিকে তাকিয়ে রয়েছে সেই অস্ত্রধারী। মনে হচ্ছে, কারো নির্দেশের অপেক্ষায় রয়েছে সে। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘রাশিয়ায় থাকা আল্লাহর শত্রুরা, আমি প্রতিজ্ঞা করছি, মুজাহিদরা (আভিধানিক অর্থে ইসলামের সৈনিক) তোমাদের ভষ্ম করে দেবে। অপেক্ষা করো!’
আরেকটি ছবিতে দেখা যায়, রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছে একজন। ছুরিটা থেকে রক্ত ঝরছে। সামনের ফুটবল মাঠে হাজার দর্শক। ক্যাপশনে লেখা আছে, ‘কেবল আমরাই মাঠে থাকার বিষয়ে প্রতিশ্রুতবদ্ধ। আমরা আইএস সমর্থক। আল্লাহর শত্রুদের হুমকি দিচ্ছি আমরা।’
এমন ভীতিকর ছবি প্রকাশ হওয়ার পর আবার আলোচনায় আইএস। বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে প্রাণনাশের হুমকি মেনে নিতে পারছেন কেউই। সাইট ইন্টেলিজেন্সের টুইটারে অনেকেই এর প্রতিবাদ করেছেন।
হঠাৎ মেসিকে কেন বেছে নিল সন্ত্রাসী সংগঠনটি? বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলে এনেছেন মেসি। অনেকেই মনে করছেন, এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরে যাবে। বিশ্বকাপ পণ্ড করে দিলে তো ট্রফি জেতার স্বপ্নটা অধরাই থেকে যাবে মেসির। তখন চোখ থেকে বেদনাশ্রু বের হবে তাঁর। এমন ধারণা থেকেই হয়তো মেসির রক্তমাখা পোস্টার করা হয়ে থাকতে পারে।