আবার ঝামেলায় তামিম

দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালকে ধাক্কা দিয়ে জরিমানার শাস্তি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আবারও ঝামেলায় জড়ালেন তামিম। এবার বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার কথাকাটাকাটি করলেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি ককের সঙ্গে।
দিনের শুরু থেকেই উইকেটের পেছনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছিলেন ডি কক। প্রায় প্রত্যেক বল হওয়ার পরই একই ঘটনা ঘটছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এটা একদমই ভালো লাগছিল না তামিমের। মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে এ নিয়ে প্রতিবাদও করেন তিনি।
এ নিয়েই মধ্যাহ্ন-বিরতির সময় কথার লড়াই লেগে যায় তামিম আর ডি ককের মধ্যে। অবশ্য প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা ও পেসার ডেল স্টেইনের হস্তক্ষেপে ব্যাপারটা বেশি দূর গড়ায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এটাকে তেমন গুরুত্ব দিতে রাজি নন। এ ব্যাপারে তাঁর মন্তব্য, ‘দুজনের মধ্যে সামান্য তর্কাতর্কি হয়েছে। তবে তা বড় কিছু নয়।’