লা লিগার শিরোপা ডাকছে রিয়ালকে

২০১১-১২ মৌসুমের পর থেকে আর কোনো লা লিগার শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। এবার সেই আক্ষেপ ঘোচানোর মোক্ষম সুযোগ এসেছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটির কাছে। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে মালাগার বিপক্ষে শুধু ড্র করলেই শিরোপা উঠবে রিয়ালের ট্রফি কেসে।
রোববার দিবাগত রাত ১২টায় মালাগার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এটাই লা লিগায় তাদের শেষ ম্যাচ। জয় পেলে তো কথাই নেই, ড্র করলেও শিরোপা উঠবে রিয়ালের ঘরে।
শুধু হারের মুখ দেখে বড়সড় অঘটন ঘটালেই শিরোপা হাতছাড়া হতে পারে রিয়ালের। এমন মোক্ষম সুযোগ কোনোভাবেই হেলায় হারাতে চান না কোচ জিনেদিন জিদান, ‘আমরা এখন যে অবস্থানে আছি, সেটাই আমাদের প্রাপ্য ছিল। সবকিছু আমাদেরই হাতে আছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।’
গত এপ্রিলে এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হারার পর থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। জয় পেয়েছে টানা পাঁচটি ম্যাচে। এখন মালাগার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় বা ড্র করতে পারলেই শিরোপা জয়ের স্বাদ পেয়ে যাবেন রিয়ালের খেলোয়াড়রা। লা লিগার প্রথম লেগের খেলাতেও মালাগাকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল।
সাম্প্রতিক সময়ে মালাগাও অবশ্য আছে দারুণ ফর্মে। নিজেদের সর্বশেষ পাঁচটি ম্যাচ থেকে তারা সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট। গত মাসে বার্সেলোনাকেও ২-০ গোলে হারিয়েছিল মালাগা। রিয়ালকে শেষ ম্যাচটি খেলতেও হবে মালাগার মাঠে গিয়ে। ফলে বাড়তি সাবধানতা অবলম্বন করতেই হবে রামোস-রোনালদোদের। হাত-ছোঁয়া দূরত্বে শিরোপা রেখে নিশ্চিতভাবেই হতাশ হতে চাইবেন না তাঁরা।