আইপিএলে খেলতে ঢাকা ছেড়েছেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে সাকিব আল হাসান এরই মধ্যে ভারতে চলে গেছেন। আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। বিকেল ৫টার সময় তিনি ঢাকা ত্যাগ করেন।
মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের পরবর্তী ম্যাচ আগামীকাল। সবকিছু ঠিক থাকলে কাটার মাস্টার হয়তো সে ম্যাচ খেলতে পারেন।
এ ব্যাপারে মুস্তাফিজ বলেন, ‘আগামীকালের ম্যাচ খেলতে পারব কি না, তা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। ভারতে যাওয়ার পরই বোঝা যাবে তা। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নেবে, সেভাবেই খেলতে হবে আমাকে।’
শ্রীলঙ্কা থেকে শুক্রবার দেশে ফিরেই সাতক্ষীরায় চলে গিয়েছিলেন মুস্তাফিজ। সেখানে দুদিনের ছুটি কাটিয়ে গতকাল ঢাকায় ফিরেছেন তিনি।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা ২৬ এপ্রিল। প্রথমে সাসেক্সে মাঠে কন্ডিশনিং ক্যাম্প হবে। পরে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলতে যাবে দল। বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে। মুস্তাফিজ হয়তো কন্ডিশনিং ক্যাম্পে নাও থাকতে পারেন।
গত মৌসুমেও এই হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছিলেন মুস্তাফিজ। দলটির শিরোপাজয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। সে আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।