শততম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

গল টেস্টের মতো শততম টেস্ট ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা দলে অধিনায়ক রঙ্গনা হেরাথ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। যার অর্থ হচ্ছে, প্রথম ইনিংসে ফিল্ডিং করবে টাইগাররা।
আজ চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম। অফফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের বদলে দলে এসেছেন ইমরুল কায়েস।
মুমিনুল হককেও বাদ দেওয়া হয়েছে। দলে ফিরছেন তাইজুল ইসলাম। এ ছাড়া সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ভোড়ানো হয়েছে। লঙ্কান দলেও পরিবর্তন এসেছে। লাহিরু কুমারার বদলে ধনঞ্জয় ডি সিলভা দলে এসেছে।