সাফল্যে উচ্ছ্বসিত নাসুম

বৈচিত্রময় বোলিংয়ে দারুণ সব সাফল্য পাচ্ছেন তরুণ স্পিনার নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচেও উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি। চার ওভারে মাত্র ১০ রান খরচায় চার উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশও ছয় উইকেটের বড় জয় পায়। এই ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক নাসুম জানালেন, অধিনায়কের সমর্থনে এত ভালো বোলিং করার আত্মবিশ্বাস পেয়েছেন তিনি।
আজ বুধবার ইনিংসের শুরুতেই নিউজিল্যান্ডের ব্যাটিং নাড়িয়ে দেন নাসুম। শুরুটা করেন রাচিন রবীন্দ্রকে আউট করে। নিউজিল্যান্ড দলীয় রানের খাতা খোলার আগেই বাংলাদেশকে সাফল্য উপহার দেন নাসুম। এরপর একে একে ফিরিয়ে দেন ফিন অ্যালান, দি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলসকে।
ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েছি কি না জানি না। তবে দল থেকে অনেক সমর্থন পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক ও অভিজ্ঞরা আমাকে অনেক সমর্থন দিচ্ছেন। আর এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। কোচও সহযোগিতা করছেন। তাঁর সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি, তিনিও আমাকে পরামর্শ দেন।’
এই নিউজিল্যান্ডের বিপক্ষেই অভিষেক হয় নাসুমের। তখন ম্যাচ ছিল নিউজিল্যান্ডের মাঠে। একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার নিজেদের মাঠে দারুণ সব সাফল্য পায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে খুশি নাসুম বলেন, ‘নিউজিল্যান্ডে যখন খেলতে গিয়েছি, তখন আমার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। একটা ম্যাচেও জিততে পারিনি। এখন সিরিজ জিতে খুবই ভালো লাগছে।’