যেখানে দক্ষিণ আফ্রিকার চেয়েও এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরো পোক্ত করেছে ভারত। এই নিয়ে টানা তিনটি টেস্ট সিরিজ জিতে শীর্ষে পৌঁছে গেল কোহলিরা।
দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জেতে ভারত। আর বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টেই একই রকম সাফল্য পায় তারা। পরের সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলতে নামছে আগামী ২১ ফেব্রুয়ারি।
টানা তিন সিরিজে সাত ম্যাচ জিতে ৩৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ছয় টেস্ট খেলে তিন ম্যাচ জিতে ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা বাকি তিন টেস্টের দুটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে। তাই মুমিনুল-মুশফিকদের ঝুলিতে রয়েছে শূন্য পয়েন্ট।
এই ব্যর্থতায় পয়েন্ট তালিকায় তলানির দিকে থাকলেও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। তাই প্রোটিয়ারা নয় দেশের মধ্যে নবম স্থানে রয়েছে। আর বাংলাদেশ আছে অষ্টম স্থানে।

এদিকে দুটি ম্যাচ একটিতে জয় এবং একটিতে হারা নিউজিল্যান্ড ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান সাফল্য পেয়ে তাদের পরেই রয়েছে শ্রীলঙ্কা। আর পাঁচটি ম্যাচ খেলে দুটি জয়, দুটি হার একটিতে ড্র করে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইংল্যান্ড।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে কোনো পয়েন্ট না পেয়ে।
এদিকে ভারত বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ জিতে ১২০ করে পয়েন্ট পেয়েছে।
লিগের একেবারে শেষে শীর্ষে দুটি দল জুনে ফাইনালে খেলবে। ফাইনাল হবে ইংল্যান্ডে। আর যে জিতবে তাদের মাথায় উঠবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট।
এদিকে ইন্দোরে প্রথম ম্যাচে বাংলাদেশ ইনিংস ও ১৩০ রানে হেরেছে। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত প্রথম ইনিংসে করে ৪৯৩ রান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ২১৩ রানে গুটিয়ে গেলে বড় ব্যবধানে মুশফিকরা।
এই ম্যাচের প্রথম ইনিংসে মুশফিক ৪৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করেন। আর কোনো ব্যাটসম্যানই খুব বড় কোনো সাফল্য পাননি।
দ্বিতীয় টেস্টেও সেই মুশফিক শুধু সাফল্য পান। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৭৪ রান। আর অন্যরা ভালো করতে না পারায় ইনিংস ও ৪৬ রানে হারে বাংলাদেশ দল।