চোটে পড়া রাহুলের বদলে যাকে নিল লখনৌ

দারুণ ছন্দে ছুটতে থাকা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস বড় ধাক্কা খেল। নিজেদের অধিনায়ক লোকেশ রাহুলকে চোটের কারণে হারাল তারা। আইপিএলের পুরো আসর থেকেই ছিটকে গেলেন লোকেশ রাহুল। তাঁর বদলে করুণ নয়ারের নাম ঘোষণা করল লখনৌ।
একের পর এক আইপিএলের নিলামে অবিক্রিত থাকা নয়ার ২০২২ সালের ডিসেম্বরে একটি টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও।’
অবশেষে সেই সুযোগ পেলেন নয়ার। লখনৌ নয়ারের সেই টুইট দিয়েই জানায় যে, তাঁকে দলে নেওয়া হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক পড়েছেন উরুর চোটে। চোটের কারণে আইপিএলের বাকি অংশ মিস করবেন তিনি। একই সঙ্গে মিস করবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চোটে পড়া রাহুল নিজেই সেটা নিশ্চিত করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, গত সোমবার (১ মে) আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বাউন্ডারিতে ফাফ ডু প্লেসিসের একটি শট বাঁচাতে গিয়ে চোটে পড়েন রাহুল। মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয় সঙ্গে সঙ্গে।
ভারতীয় টেস্ট দলে চোটের তালিকা বড় হচ্ছে। বিশেষ করে টপ অর্ডারে। শ্রেয়াস আইয়ার, রিশাভ পন্থ আগেই ছিটকে গেছেন। শঙ্কা আছে রাহুলকে নিয়েও। এবার সেই শঙ্কাও সত্যিই হলো।