এসএ গেমসের বাংলাদেশ দলে দারুণ চমক

নেপালে অনুষ্ঠেয় আসন্ন সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত এই দলে আছে দারুণ চমক। দলটির নেতৃত্বে দেবেন নাজমুল হোসেন শান্ত।
সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শান্ত। সে দলের অনেকেই আছেন এসএ গেমসের দলে। জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার ও সাইফ হাসানের মতো খেলোয়াড়কে এই দলে রাখা হয়েছে। অবশ্য চোটের কারণে বাদ পড়েছেন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
২০১০ সালের পর এই প্রথম এসএ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। সেবার ঘরের মাঠে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ।
আগামী ৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এসএ গেমস মিশন। ৬ ডিসেম্বর ভুটান, ৭ ডিসেম্বর নেপাল ও ৮ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবেন সৌম্য-শান্তরা। আর ৯ ডিসেম্বর ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এসএ গেমসের বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম, মানিক খান ও মেহেদী হাসান।