অধিনায়কসহ ৪ ক্রিকেটার ঢাকায়, বাকিরা ভিন্ন বহরে ফিরবেন

টেস্ট সাধারণত পাঁচ দিনের খেলা। কিন্তু ইন্দোর ও কলকাতায় বাংলাদেশ দুটি টেস্ট খেলেছে মোট পাঁচ দিনে। প্রথম টেস্ট আড়াই দিনে এবং দ্বিতীয় টেস্ট শেষ হয় সোয়া দুই দিনে। ভারত সফরের টেস্ট সিরিজে চরম ব্যর্থ বাংলাদেশ দল এরই মধ্যে দেশে ফিরেছে। অধিনায়কসহ চার ক্রিকেটার গতকাল রোববার রাতেই ঢাকায় ফেরেন।
অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন গতকাল রাতেই ঢাকায় ফিরে আসেন। আজ সকালে আসেন তরুণ ব্যাটসম্যান নাঈম হাসান। এসেই সরাসরি চট্টগ্রাম চলে গেছেন তিনি।
আজ বিকেল ৫টায় আসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্মকর্তারা। আর দুপুরে আসার কথা কোচদের। তাঁরা এসেই আবার ছুটিতে চলে যাবেন। আর বাকি ক্রিকেটাররা আসবেন রাত সাড়ে ১০টায়।
তবে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস ভারতে থাকবেন। তাঁদের ২৭ নভেম্বর ফেরার কথা।
সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেও টেস্ট সিরিজে একেবারেই হতাশ করেছে। ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে।
ইন্দোরে প্রথম ম্যাচে বাংলাদেশ ইনিংস ও ১৩০ রানে হেরেছে। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত প্রথম ইনিংসে করে ৪৯৩ রান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ২১৩ রানে গুটিয়ে গেলে বড় ব্যবধানে মুশফিকরা।
এই ম্যাচের প্রথম ইনিংসে মুশফিক ৪৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করেন। আর কোনো ব্যাটসম্যানই খুব বড় কোনো সাফল্য পাননি।
দ্বিতীয় টেস্টেও সেই মুশফিক শুধু সাফল্য পান। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৭৪ রান। আর অন্যরা ভালো করতে না পারায় ইনিংস ও ৪৬ রানে হারে বাংলাদেশ দল।