টানা তিনদিন ডিএসইর প্রধান সূচকের পতন

গত দুই কর্মদিবসের মতো আজও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে চার পয়েন্ট। আর তিনদিনে সূচকটি কমেছে ৪৪ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৬৩৮ কোটি টাকা। এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭৬৬ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম আট মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ১৭ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ৩৯ পয়েন্ট। পরে সূচকটির পতন গতি কমে আসে। লেনদেন শেষে এদিন ডিএসইএক্স পতন হয় চার দশমিক ৪৪ পয়েন্ট। দিনশেষে সূচক কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩৭৪ দশমিক ৯৬ পয়েন্টে। গত মঙ্গলবার, বুধবারসহ ও আজ বৃহস্পতিবার এই তিনদিনে সূচকটি কমেছে ৪৪ পয়েন্ট। এর আগে তিন কর্মদিবস ডিএসইএক্সের উত্থান হয়েছিল ১০৫ পয়েন্ট। গত ১৩ আগস্ট সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩১৪ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক দুই দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৮০ দশমিক ৩৩ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক তিন দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৮৯ দশমিক ৪৩ পয়েন্টে। আজ লেনদেন হয়েছে ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ আট হাজার ১৮১ কোটি ২৫ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল সাত লাখ ৯ হাজার ৮১৯ কোটি ৫৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৭টির ও কমেছে ২০৮টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ২৩ কোটি ৬৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২২ কোটি ৬০ লাখ টাকা, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ২১ কোটি ৮৯ লাখ টাকা, সোনালী পেপারের ১৯ কোটি দুই লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৭১ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।