জুলাই শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করল বিএসইসি

জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগ এবং অন্যান্য সবার অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে শহীদদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের আত্নত্যাগসহ সবার অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া করা হয়। একইসঙ্গে এদিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বে র্যালি বের করা হয়ন। এতে বিএসইসির সব কমিশনার, কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন।