ছয় শতাংশ লভ্যাংশ দেবে কুইন সাউথ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ছয় শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ পাবে। কোম্পানিটির ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
আজ রোববার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের অর্থবছরে (২০২১-২০২২) কোম্পানিটির ইপিএস ছিল এক টাকা ৬৪ পয়সা। সেই হিসেবে সমাপ্ত অর্থবছরে ইপিএস কমে ৮৩ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) চার টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ৫৪ পয়সা।
সমাপ্ত অর্থবছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।
উল্লেখ্য, ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কুইন সাউথ টেক্সটাইল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৬ লাখ এক হাজার ৪৩৯টি। রিজার্ভ ৭৮ কোটি ৩৭ লাখ টাকা। রোববার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ২৩ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা শেয়ার ধারন করেছে ৫৩ দশমিক ২৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক পরিচালক ছয় দশমিক ৪৭ শতাংশ, বিদেশি এক দশমিক ৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৩৮ দশমিক ৭২ শতাংশ শেয়ার ধারণ করেছে।