লভ্যাংশ দিবে না ন্যাশনাল টিউবস, প্রান্তিকে লোকসান

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির কোম্পানি ন্যাশনাল টিউবসের সবশেষ ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসান গুণছে। এতে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিক কোম্পানিটি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসানে রয়েছে। আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে ন্যাশনাল টিউবসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৩৮ পয়সা। এই সময়ে ব্যবধানে লোকসান কমেছে ১ টাকা ৮৫ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ৫৭ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ১ টাকা ৮৩ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫০ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১৫০ টাকা ৫৮ পয়সা। ঘোষিত নো লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায়। আর এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।
একইদিন চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। প্রতিবেদন হিসেবে প্রথম প্রান্তিকে কোম্পানিটি লোকসান কমেছে। কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৪ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার প্রতি লোকসান কমেছে ৩৪ পয়সা। ওই সময় এনওসিএফপিএস নেগেটিভ ১ দশমিক ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল নেগেটিভ ২ টাকা ৮৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪৯ টাকা ৮৮ পয়সা।
লোকসান প্রসঙ্গে ন্যাশনাল টিউবসের সচিব প্রাণজিৎ পাল বলেন, শতভাগ কাঁচামাল আমাদের দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। করোনা (কোভিড ১৯) শুরু পর থেকে কাঁচামাল আমাদানিতে জটিলতা তৈরি হয়। সময় মতো আমাদানি করতে না পারায় কোম্পানিটির পণ্য তৈরিতে সংকট তৈরি হয়। এতে কোম্পানির লোকসান গুনতে হয়েছে। ফলে সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিব আরও বলেন, আগের অর্থবছরে থেকে সমাপ্ত অর্থবছরের আমাদের লোকসান বৃত্ত কমে এসেছে। সব ঠিকঠাক থাকলে সামনে অর্থবছরের ঘুরে দাঁড়াবে। মানে মুনাফায় ফিরে আসবে।
রিজার্ভ প্রসঙ্গে কোম্পানি সচিব বলেন, কোম্পানিটির রিভ্যালুয়েশন রিজার্ভ রয়েছে ৪৮৯ কোটি টাকা। এটা থেকে লভ্যাংশ ঘোষণা করার নিয়ম নেই।
উল্লেখ্য, ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ন্যাশনাল টিউবস। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৪ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৮০৩টি। রিজার্ভ রয়েছে ৪৮৯ কোটি ৩৮ লাখ টাকা। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৭৯ টাকা ৫০ পয়সা।