হজের খুতবা অনুবাদ করবেন যে ৪ বাংলাদেশি
সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র আরাফাত ময়দান থেকে আজ বৃহস্পতিবার (৫ জুন) হজের খুতবা প্রদান করা হবে। মসজিদে নামিরাহ থেকে এবার হজের খুতবা দেবেন প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ। মূল আরবি খুতবার সঙ্গে সরাসরি সম্প্রচার করা হবে অনুবাদও। এবার বাংলাসহ ৩৪টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।
হজের খুতবার বাংলা অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।
হজের খুতবা একাধিক টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে অনুবাদসহ সরাসরি সম্প্রচার করা হবে। এবার যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে–আরবি, বাংলা, উর্দু, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়ান, ফার্সি, হাউসা, চাইনিজ (ম্যান্ডারিন), রুশ, তুর্কি, মালয় (বাহাসা মেলায়ু), স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, জার্মান, ফিলিপিনো (তাগালোগ), আমহারিক (ইথিওপিয়া), বসনিয়ান, হিন্দি, ডাচ, থাই, মালায়ালাম, সোয়াহিলি, পশতু, তামিল, আজারবাইজানি, সুইডিশ, উজবেক, আলবেনিয়ান, ফুলানি (ফুলা), সোমালি, রোহিঙ্গা ও ইওরুবা।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ হজযাত্রীসহ প্রায় ২০ লাখ মানুষ আজ বৃহস্পতিবার সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র আরাফাত ময়দানে সমবেত হয়েছেন। হজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হাজিরা আজ সারা দিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন। তারা ইবাদত বন্দেগি ও দোয়া প্রার্থনায় মশগুল থাকবেন। এদিন জামাতে জোহরের নামাজ শেষে হজের খুতবা প্রদান করা হবে। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।